নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, ইউরোপ ও যুক্তরাজ্য জামায়াতের মুখপাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুবিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) জামায়াতের আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমীর মাওলানা হারুনূর রশিদ, সেক্রেটারি মোস্তাক আহমেদ, জামায়াত নেতা মাজেদুর রহমান খান, আবুল কালাম আজাদ খান, আলমগীর কবির দিপু, মামুনুর রহমান, এসএম ইব্রাহিম, আলমগীর হোসেন, শরিফ মিয়া, প্রফেসর আমির হোসেন মোল্লাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *