নবাবগঞ্জে নাগরিক কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে অরাজনৈতিক সামাজিক সচেতনমূলক মুক্ত চিন্তার প্লাটফর্ম নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থান উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবির প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় নাগরিক কল্যাণের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির।

নাগরিক কল্যাণ সংস্থার প্রশংসা করেন অতিথিরাও। নাগরিক কল্যাণ সংস্থা আধুনিক ও সুন্দর নবাবগঞ্জ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, বিএনপি নেতা মহসিন আহমেদ তুষার, ইফতার পাটির আহবায়ক ও সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল, সংগঠনের যুগ্ম আহবায়ক ও ইফতার পার্টির সদস্য সচিব সাইদুল ইসলাম কায়েস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ইফতার পার্টির প্রধান সমন্বয়কারী আজিজুর রজমান শোভন সহ ১৪টি ইউনিয়নের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে মোনাজাতে নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল ইউ,এস, এ এর সদস্য বিএইচ সাইফুল ও মো. লুৎফর রহমান এর জন্য এবং তাদের পিতা মাতা, নবাবগঞ্জের প্রয়াত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থদের স্স্থুতার জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *