নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি,
ঢাকার দোহার উপজেলায় পশ্চিম সুতারপাড়া ও নারিসার পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায়, পুলিশ ও আইনশৃংখলা বাহিনী তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতসহ পাচজনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছে থাকা একটি চাপাতি ও দশআনা ১রতি স্বর্ণ জব্দ করে। দোহার থানার ওসি মো. রেজাউল করিম বুধবার দুপুরে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ১৫ এপ্রিল রাত ৩ টায় পশ্চিম সুতারপাড়া এলাকার শাজাহান এর বাড়িতে ও ১৬ এপ্রিল নারিসার পশ্চিম চর এলাকায় গাজী মাহফুজের বাড়িতে রাতে ডাকাতি ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের।
গ্রেফতারকৃত হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলকান্দা এলাকার ওমর আলী মাতুব্বর (৩৫), ফরিদপুরের ভাংগা থানার নাজিরপুর এলাকার মো. আকরাম মাতুব্বর (৪২)। এঘটনায় আরো গ্রেফতার করা হয়, ওমর আলীর স্ত্রী রাবেয়া বেগম (৩০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া এলাকার গোপাল পাল (৪৫) স্বর্ণ ব্যবসায়ী খোরশেদ মাতুব্বরের স্ত্রী কমেলা বেগম (৬৫)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে। তারা পশ্চিম সুতারপাড়া ও নারিসার পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত।
দোহার থানার ওসি মো. রেজাউল করিম বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।