ঢাকার নবাবগঞ্জে মা দিবস উদযাপন

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মা দিবস উপলক্ষে” মায়ের মানসিক স্বাস্থ্য ও মা- সন্তানের
সম্পর্ক” বিষয়ক সেমিনার ও নাফা প্রিয় মা সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার দুপুরে।
নবাবগঞ্জের প্রতান্ত এলাকার সফল সাত জন মাকে এ সম্মাননা প্রদান করে নবাবগঞ্জ ললিতকলা একাডেমি ( নাফা)।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক বক্তা সায়মা রহমান তুলি বলেন বাংলাদেশের জন্য দক্ষ লিডারশীপ ও সুনাগরিক গড়ে তুলতে মায়েরা ভূমিকা রাখে। তাই মাকে তার যুক্তি বুদ্ধি নৈতিক গুণ কাজে লাগিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি ( নাফা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট ( ইয়ারা) এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় মায়েরা তাদের প্রতিবন্ধকতা ও সমাধান, সন্তানদেরকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণামূলক বাস্তব অভিজ্ঞতা জানান। গ্রামের মায়েদের আরো বাস্তবমুখী হয়ে বাংলাদেশের সংস্কৃতির আলোকে সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গ্রামের নারীরা অনেক গ্লানি সহ্য করে সন্তানকে মানুষ করে তাই মা দিবসে সেই সব সংগ্রামী মাকে শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *