প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি,ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।
বক্তারা অনুষ্ঠান থেকে একটি শোষণমুক্ত,চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের সকল শ্রেণির মানুষের জন্য আমরা কাজ করছি। এই দেশকে ধ্বংস করার জন্য সব রকমের চেষ্টাই করেছে আওয়ামীলীগ। বিগত বছলগুলোতে দূর্নীতির মাধ্যমে নেতারা বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। একটি দেশকে সুন্দর করে গড়তে পাঁচ বছরের বেশি সময় লাগে না। বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের সবচেয়ে নির্যাতন করেছে আমাদেরই দেশের কিছু দলের নেতা কর্মীরা। তাদের জান মালের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। দেশের সকল ছাত্রকে দক্ষ ও কর্মঠ করে গড়ে তুলতে ও উচ্চ শিক্ষার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করবো। কৃষকদের জন্য অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সরবরাহ ও প্রশিক্ষনের মাধ্যমে দেশের কৃষিতে আমুল পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। মা বোনদের সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) জামায়াতের আমীর সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মাওলানা ইব্রাহিম খলিল, জামায়াতের সাবেক থানা আমীর মো: মিনহাজ উদ্দিন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক মো: আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) সহকারি সেক্রেটারি মামুনুর রশিদ চৌধুরী।
নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোল্লা ইউনিয়ন জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার।
এছাড়া থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জামায়াত নেতা মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।